(বঙ্গবন্ধু-কন্যা, মানবতার জননী, আধুনিক এবং উন্নত বাংলাদেশের রূপকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা।)
.................................................
অবেলার প্লাটফর্মে সর্বশেষ ট্রেনের আশায়
জড়ো হয়ে বসে আছি, মধ্যরাতে। পুরুষ্টু স্বপন
মেরুদণ্ডহীনভাবে জোছনার নীলাভ ছায়ায়
চুপিসারে হেঁটে চলে। ক্রমান্বয়ে আশার ভাঙন
চলে স্বপ্নময় জলে। আকাশের প্রদীপ্ত বিপ্লবী
সূর্যশিখা ক্রমাগত সরে যায়; নামে অন্ধকার।
বিদগ্ধ তপতী জাগে বিড়ম্বনা ঠেলে; মহাকবি
হয়ে ওঠে মধ্যরাতে। অতঃপর, আলোর ঝংকার।


হে অনাগত সময়, রাত্রিশেষে আসন্ন সকাল!
আলোর সংঘাতে নাশ করে দাও বিধ্বংসী প্রহর।
নীলদগ্ধ অস্থিমজ্জা, হৃদযন্ত্র, স্নায়ুর কঙ্কাল
ধ্বংস হয়ে যাক আজ; ধ্বংস হোক আতঙ্ক-নগর।
ভয়ঙ্কর দুর্ধর্ষের অপকর্ম হয়ে গেলে শেষ,
সুখানন্দে হেসে উঠবেই শ্যামলিমা বাংলাদেশ।


১০/০১/২০২২
মিরপুর, ঢাকা