ফিরে এসো, ভারতের শ্রেষ্ঠতম বীরগর্ব; হে নেতাজী!
অসভ্য ও অত্যাচারী বিভীষিকা হয়ে আজ রাজনীতি
করে যায়; ইংরেজের সেই বিভক্তিকরণ কারসাজি
এখনো চালায় তারা; মানুষেরে দেখায় যে ভয়-ভীতি।
স্বাধীনতার সংগ্রামে 'প্রাণ-বলিদান মন্ত্র' কেউ আর
বলে নাতো প্রজন্মের কাছে। ঐক্য, বিশ্বাস, প্রেমের কথা
কহে নাতো মানুষেরে; দেখায় না স্বপ্নময় অধিকার
আদায়ে সংগ্রামীরূপ। তাই, আজ ভূলুণ্ঠিত মানবতা।


হে নেতাজী! লক্ষ লক্ষ লাঞ্ছিত, স্বপ্নীলমন ছবি আঁকে-
সুন্দরের, সম্মানের, বিশ্বাসের, ধর্ম-নিরপেক্ষতার।
সঞ্চারিত আদর্শের সেই যুগবাণী বুকে ধরে রাখে;
অবাঞ্ছিত, রক্তক্ষয়ী, দাঙ্গা-যুদ্ধ প্রশমিত করিবার।
শতধায় বিভাজিত, স্বার্থপর এই মানুষ-সমাজে
ফিরে এসো, বীরগর্ব! রূপকল্পময় ফিনিক্সের সাজে।


০৭/০১/২০২২
মিরপুর, ঢাকা।