কবিরা এখন কবিতা পড়ে না ফেসবুকেরই পাতায়,
লাইক দিয়ে যায়, রিএক্ট করে জানা ও অজানায়।
ভালো কি মন্দ, দেখে না ছন্দ,
ভাব-ভাষা কিছু খোঁজে না তো তারা;
যা' কিছু আসে মনে
লিখে যে সংগোপনে,
চলে দ্রুতলয়ে; যেন এক দিশাহারা।
পড়ার চেয়েও চায় যে পড়াতে বেশি,
কমেন্ট পেলে হয় তারা খুব খুশি;
'দেবে আর নেবে' মূলমন্ত্রেতে করে যায় তাড়াহুড়া।
অনন্তকাল পড়ে থাকে পিছে,
ভাবে না জীবন নয়তো রে মিছে!
তকমার ঝুলি পরে নিতে গলে,
দলে দলে চলে কাঁপিয়ে বসুন্ধরা।
ওখানেও সে-ই 'দেবে আর নেবে' মূলমন্ত্রের বাণী,
উলঙ্গ হয়ে নৃত্য করে যায়
অতঃপর, তারা আড়ালে-আবডালে
বন্ধুর সাথে করে শুধু কানাকানি।
চাঁদি দিয়ে পাওয়া পদক ও তকমায়,
অবিনীত সুর বেশি বেড়ে যায় এবং অহংকার।
চমৎকার! তা বড়োই চমৎকার!


১০/০১/২০২২
মিরপুর, ঢাকা।