হায়রে, বাংলা ভাষা! (২) ভালোবাসা মায়ের মুখের বাণী,
তোমায় নিয়ে সৃষ্টি হলো দুঃখের কাহিনী।
বলি, ধীরে ধীরে (২) বক্ষ চিরে উঠে দুঃখের কথা,
বলতে গেলে অশ্রু ঝরে বুকে বাড়ে ব্যথা।
সেই যে আটচল্লিশে (২) জিন্নাহ এসে কইলো চড়া গলায়,
উর্দু হবে রাষ্ট্রভাষা পাকিস্তানের, হায়!
পরে লেয়াকত আলী (২) দিলো তালি জিন্নাহর সুরে তান,
এ কথাতে বাঙালিরা জ্বালায় অগ্নিবান।
তাঁরা ক্ষোভে ফাটে (২) হাটে-মাঠে তোললো আলোড়ন,
শহরে ও গ্রামে-গঞ্জে বাড়লো আন্দোলন।
সেই সব করুণ কথা (২) বুকে ব্যথা কী বলবো রে ভাই,
মিছিল-মিটিং আন্দোলনে সময় বয়ে যায়।
এলো বায়ান্ন সাল (২) ভাষার হাল ক্রমে ক্রমে কমে,
শাসকের অত্যাচারে বুকে ঘৃণা জমে।
আইলো ফেব্রুয়ারি (২) আহাজারি উঠলো দেশময়,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তের বন্যা বয়।
বড়ো আজব কথা (২) ভগ্নি-ভ্রাতা বলছি সবার কাছে,
মায়ের ভাষার জন্য রক্ত কোন দেশে দিয়াছে?
সেতো এ বাঙালি (২) উঠলে জ্বলি' দাবী আদায়ে,
কোনো শক্তি পারে নাতো রাখতে দাবায়ে।
সেই যে বাহান্নতে (২) ভাষার প্রশ্নে জীবন করলো দান,
সালাম বরকত রফিক জব্বার শফিক রহমান।
তাঁরা জীবন দিলো (২) রক্ত দিলো আরো অনেক ভাই,
নাম না জানা শহীদ ভাইদের সালাম জানাই।
আজকে বাংলাভাষা (২) ভালোবাসা সকল জনে জানে,
আন্তর্জাতিক মাতৃভাষা বিশ্বব্যাপী মানে।
বড়ো ভক্তি-রসে (২) দেশ-বিদেশে করে উদযাপন,
আমার মায়ের ভাষা বাংলা জানে সর্বজন।
মায়ের জয় হইলো (২) ভাষা পাইলো মায়ের কণ্ঠস্বরে,
শোষণেরই মাত্রাখানি দিনে দিনে বাড়ে।
আবার আন্দোলন ! (২) ঘন ঘন নেতা মুজিবুর,
ছয় দফার কারনে জিতেন বাঙালির অন্তর।
একক নেতা তিনি (২) সবাই চিনি নামে বঙ্গবন্ধু,
অকুতোভয় বিশ্বসেরা প্রেমিক মহাসিন্ধু।
তিনি জাতির পিতা (২) মানুষ-মিতা বিশ্ববন্ধু ওরে,
ভালোবাসার খামে ভরে রেখেছি অন্তরে।
আমরা উত্তরসূরি (২) তাঁকে স্মরি নিজের হিসাব নিতে,
আন্দোলনে পিছপা হই না, ভয় রাখি না চিতে।
করি মরণপণ (২) শোন ভাই-বোন মুজিব যাদের মনে,
ভয়হীনতায় যুদ্ধমাঠে লড়ে সর্বক্ষণে।
এবার ক্ষ্যান্ত করি (২) মরি, মরি! সুন্দর মাতৃভাষা,
কবীর হুমায়ূন বলছে মিটায় যে তিয়াশা।
মায়ের মুখের বাণী (২) সোনার খনি বাসবো ভালো তারে,
মায়ের মুখের মধু ছাড়া বাঁচে কে সংসারে?
যে জন নিন্দে তারে (২) অহংকারে যাক চলে দেশ ছেড়ে,
শিকড়বিহীন বৃক্ষের মতোন থাকুক দেশান্তরে।
আমরা ভালোবাসি (২) মায়ের হাসি, মায়ের মুখের বুলি,
বাংলা আমার মাতৃভাষা বাংলাতে পথ চলি।
সবাই ভালো থাকুন (২) সুস্থ থাকুন প্রার্থনা যাই করে,
দেশের জন্য দেশপ্রেমিক জন্মুক ঘরে ঘরে।
এবার ক্ষ্যান্ত করি।


০১/০২/২০২২
মিরপুর, ঢাকা।