- বলো দেখি, আল্লাহ্ হলেন কি?
- অন্ধকারে কৃষ্ণকাঁথায় কালোরঙা সূচি।
- আল্লাহ্ কোথায় রয়?
- গহীনতম অন্ধকারে তার যে বসত হয়।
- আল্লাহ্ কেমনতরো?
- বিন্দুর চে' ছোট্ট তিনি, ব্রহ্মাণ্ড চে' বড়ো।
- আল্লাকে দ্যাখছোনি?
- দ্যাখবো না ক্যান তাঁরে!
চারিদিকে তাঁরই ছবি আলো-অন্ধকারে।
নিত্য ঘুরে আমার পিছে, আমাতেই রয় তিনি।
চিনি, তারে চিনি; ভালো করেই চিনি।
ডানে দেখি, বাঁয়ে দেখি, আগে-পিছে সবখানে,
উধঃ-অধঃ সর্বত্র, প্রকাশ্যে ও সঙ্গোপনে।
আচ্ছা, তুমিই বলো,
আল্লাহ নাই বিশ্বলোকের কোনখানে?
(নিরুত্তরে দাঁড়িয়ে রয় সে,
বলতে থাকে কবির মুখে কথার রঙ্গরসে)।


চাঁদের মুখে হাসেন তিনি, সূর্যতেজে নাচে,
সাগরজলে ঢেউ তুলে যায়, বায়ুর তোড়ে বাঁচে।
হৃদয় তোমার হয় যদিবা স্বচ্ছকাচের মতো,
দেখবে আল্লাহ্ উঁকি মারেন সেইখানে সতত।
তোমার সাথে খেলবে তিনি, হাসবে তোমার সাথে,
তোমার সাথে খুনশুঁটিতে থাকবে দিনে-রাতে।
চোখ ঘুরালেই দেখতে পাবে, হাত বাড়ালেই পাবে;
থাকলে সত্য-ন্যায়ের পথে তোমার সাথেই খাবে।
- আল্লাহ কী খান?
- গোপন এবং প্রকাশ্যেতে যা' করবে দান!


০৪/০২/২০২২
মিরপুর, ঢাকা।