প্রেম-সোহাগিনী হতে পারলে না; লোভের মোহেতে ভেসে
গেলে বহুদূরে এ জীবন ছেড়ে। লোভাতুরা! পরিশেষে
আক্ষেপে কাটে জীবন তোমার। মানুষের পৃথিবীতে
নিঃসঙ্গতায় হারালে সুদূরে; বেদনা-পতিত চিতে।
অর্থ-সুখের কামুক প্রভাবে হলে না যে তুমি সুখী,
চিত্তের চেয়ে বিত্ত বেশি না; বুঝলে না উজবুকি।

'মানুষ জীবন সুখ খুঁজে যায় মর্ত্যে'- চিরন্তন
বাণীর মর্ম বুঝলে না তুমি। অযথাই সারাক্ষণ
খুঁজে গেছো সুখ প্রেমহীনভাবে। বিত্তের চৌদোলে
দোল খেতে চেয়ে, জীবন তোমার কাটিয়েছো কতো ছলে।
অনন্ত সুখ প্রীতিসম্ভাষে ফুল হয়ে ফুটে যায়-
এ সত্যটিকে সহজ করে যে বুঝলে না তুমি, হায়!

চাঁদের আলোয় সুখ ঝরে পড়ে; পূর্ণিমা রাতে যদি
হাতে হাত রেখে হেঁটে যাও ধীরে। তবে, জলবতী নদী
থমকে দাঁড়াবে ভুলে গিয়ে পথ। সুখপরশন পেয়ে
বনের পাখিরা পাখা ঝাপটিয়ে উঠবে যে গান গেয়ে।
অবোধ বালিকা! শাড়ি-বাড়ি-গাড়ি সুখের আকর ভেবে,
সুখ অবহেলে দূরে চলে গেলে, বলো, এ দায় কে নেবে?

০৩/০১/২০২২
মিরপুর, ঢাকা।