ভালোবাসা কি, প্রিয়তি? এই প্রশ্ন মননের মাঝে
বারবার হানা দেয়। প্রচণ্ড প্রেমের উপলব্ধি
প্রতিদিন ঝরে যায় মনের গহীনে, সব কাজে,
আবেগে, চিন্তায়; সূর্যোদয়কাল থেকে রাত অব্দি।
নিবিড় প্রেমের ধারা- ওকাম্পোর শুদ্ধতম প্রীতি
রবীন্দ্রনাথের প্রতি; যৌনতার কামগন্ধহীন;
যেখানে মানে না কোন বয়সের ও ধর্মের রীতি,
এক প্ল্যাটোনিক প্রেমে স্বতঃস্ফূর্তভাবে অন্তরীণ।


জগতের যতো প্রেম পৃথিবীতে হয়েছে গীতিকা,
ইতিবৃত্ত, উপাখ্যান; ছড়িয়েছে দীপ্যমান আলো;
সে সকল গল্পগাঁথা সভ্যতার নির্মোহ লতিকা
হয়ে ছড়িয়ে পড়েছে ধরণীতে; ঘুছিয়েছে কালো।
অমল মনের বিভা, চৈতণ্যের সোনালী স্নিগ্ধতা,
ওকাম্পের মতো এসে স্পর্শ করো, দিতে অমরতা।


১৯/০৯/২০২৩
ঢাকা।