ভাবনার মাঝে চলে তুমুল প্লাবন;
নিত্য ওঠে কলরব অজস্র প্রশ্নের।
চিত্ত মাঝে ছুটে চলে জলের মতোন
অবিশ্রান্ত, অবিরাম; নেই তার জের।
কতোকাল হেঁটে যাবো অনিশ্চিতভাবে,
আলোহীন রুদ্ধ পথে গহীন আঁধারে?
কতোকাল দুঃখগীতি এ হৃদয় গাবে,
সংবেদনহীনভাবে সংসার মাঝারে?


স্বপ্ন ও সত্তাকে যদি বিসর্জন করি,
জীবনে থাকে না কিছু; জেনে গেছি আজ।
পুষ্পিত ভোরের জন্য সকল বিস্মরি
দীর্ঘপথে ছুটি তাই; ভুলে ভয়-লাজ।
শীতল তুষারপাতে ঢেকে যায় সব;
তার মাঝে জেগে ওঠে আলোর উৎসব।


১৮/০৯/২০২৩
ঢাকা।