প্রিয় কবি সুহৃদ,
আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, bangla-kobita.com আয়োজিত বাংলা কবিতার আসরের কবিদের ভালোবাসার মিলনমেলা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৭ তম প্রয়াণ দিবস স্মরণে আলোচনা ও কবিতা পাঠের আসর আগামী ০৯ সেপ্টেম্বর, ২০২৩; শনিবার বিকাল ৪-০০ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার স্বরচিত কবিতাসহ কাব্যিক আড্ডা ও কবিতা পাঠের আসরে সবান্ধব উপস্থিতি কামনা করছি।


বিশেষ দ্রষ্টব্য- বাংলা কবিতা আন্তর্জাতিক কাব্য বাসর ও কবি সম্মিলন, ২০২৩; আগরতলা অনুষ্ঠানের ক্রেস্ট ও মানপত্র যারা আনতে পারেননি; তাদের ক্রেস্ট ও মানপত্র কবি সরদার আরিফ উদ্দিন নিয়ে এসেছেন। সেগুলো এ অনুষ্ঠানেই প্রদান করা হবে।


অনুষ্ঠান স্থলঃ
ম্যারিগোল্ড ইণ্টারন্যশনাল হাই স্কুল
বাড়ি নম্বর- ১২/চ/৪
রোড নম্বর- ২, শ্যামলী, ঢাকা।
(শ্যামলী সিনেমা হলের বিপরীত পার্শ্বের রাস্তা (রোড নং- ২) দিয়ে ৪/৫ মিনিটে হেঁটে যাওয়া যায় (রিক্সা ভাড়া ২০ টাকা)।


প্রয়োজনে-
কবীর হুমায়ূন- ০১৭৩৩৯৯০৯৬৫
কবি সরদার আরিফ উদ্দিন- ০১৭৪২৩৭৪২০১


যারা উপস্থিত থাকার ইচ্ছা পোষণ করেছেন-
সর্বকবি,
বেগম সেলিনা খাতুন
ফাতেমা-তুজ-জহুরা
মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী)
রবিউল হাসান
আলমগীর সরকার লিটন
জাকিরুল চৌধুরী
শ্যামল সরকার
জ র জিম
শেখ মোঃ খবির উদ্দিন
রুনা লায়লা
আকুল শেখ
সরদার আরিফ উদ্দিন
শফিকুল ইসলাম বাদল
এম মজিবুর রহমান
মোঃ বুলবুল হোসেন
জামাল উদ্দিন জীবন
জাহিদ হোসেন রনজু