অস্পর্শ অস্তিত্বে খুঁজি বোধগম্য চেতনার ঘরে
তোমার মূরতি, প্রভু! অন্ধকার রাত্রির বেলায়।
কতশত নামে ডাকি অহরহ অতৃপ্ত অন্তরে;
আমি দেখি না তোমায়; বিনিদ্রায় কাল কেটে যায়।
চলন্ত ট্রেনের মতো আমাদের মানুষ-জীবন,
ছুটে চলে নিরন্তর অজানায় অনন্তের পানে;
নিয়ন্ত্রণ নেই কোন, অগণন বন-উপবন
পিছে ফেলে ছুটে চলে সুদূরের অজ্ঞাত আহ্বানে।


যতো বলি, 'ওরে মন! লুপ্ত হও, সুপ্ত হও কাজে;
মোহের ক্রুদ্ধতা ছেড়ে শুদ্ধাচারী হও আচরণে।
ভালোবাসো মানুষেরে, হিংসা নাশো ধরণীর মাঝে,
নির্নিমেষে অকস্মাৎ তুমি মিশে যাবে ধূলি-সনে'।
চেতনাবিহীন মন হাহাকার করে বলে যায়-
'হায়! চলে যেতে হবে! তবে, কেনো গড়িলে আমায়'?


২১/১২/২০২৩
ঢাকা।


অভিযাত্রিক-২০২৪