অবাধ্য আঁধার এসে ঢাকে চারিধার;
স্বপ্নের বর্ণিল রঙ ফিঁকে হয়ে আসে;
ধূসর পৃথিবী কাঁপে। এ কি অনাচার
ধরণীতে খেলে যায়?  প্রভাতের ঘাসে
স্ফটিক কণার মতো উজ্জ্বল আম্বার
তুমি, নব্যপ্রস্তরযুগের প্রতিভাসে
মুগ্ধ করো, শুদ্ধ করো চেতনা আমার।
যা ছিলো অবহেলিত, রিক্ত; দীর্ঘশ্বাসে
ভরা বেদনায় জর্জরিত, অবজ্ঞার;
তা' খুঁজে পাইনি আজও গভীর বিশ্বাসে।
কুয়াশায় বুক বেঁধে শীতের পাহাড়
নিজেকে সাজিয়ে তোলে অম্লজানি শ্বাসে;
তারা তোমার মতোন মোহ-অহঙ্কার
ছেড়ে, শিশিরের স্পর্শ রাখে দুর্বাঘাসে।


২৭/১২/২০২৩
ঢাকা।