আসলো ফিরে নতুন বছর সূর্য দিলো উঁকি,
নিদ্রা শেষে জাগলো বুঝি ভোরের সূর্যমুখী।
        প্রভাত বেলায় পাখির সুরে
        নতুন বছর আসলো উড়ে
হিজল-তমাল, বট-পাকুরের পুষ্প ও পল্লবে;
বিশ্ববাসী উঠলো জেগে আনন্দ-উৎসবে।


নতুন বছর এসেছে তাই খুশি জাগে মনে,
বাজি পোড়াই, ফানুস ওড়াই বর্ষ আগমনে।
        গতকালের দুঃখ-ব্যথা
        অশান্তি আর ব্যকুলতা
সব পুড়ে যাক, ছাই হয়ে যাক, এই কামনা করি;
বিশ্বে আসুক নতুন বছর সুখের বায়না ধরি'।


নতুন বইয়ের গন্ধ আনে সুখ শিশুদের প্রাণে,
নতুন কথার গল্প-ছড়ায় গাইছে নতুন গানে-
         ভালো থাকুক বিশ্বভূবন
        সুখ-স্বস্তির হোক আগমন
নতুন বছর নতুন করে আনুক সুখের বাণী;
শেষ হয়ে যাক যুদ্ধখেলা, হত্যা, রাহাজানি।


০১/০১/২০২৪
ঢাকা।