অন্ধকার আকাশের অরুন্ধতী! আজো তুমি আছো
জ্যোতির্ময়ী রূপ ধরে আমাদের প্রেমহীন জগতের মাঝে।
শত জনমের প্রেমাতুর গহীনের শব্দাবলী নিয়ে
গান গেয়ে যাচ্ছে কেউ বেদনা-মিশ্রিত এক বাউলের মতোন;
মহাকাল হতে এসেছে সে। তোমার মননে
অশ্রুতে ফোটাতে ফুল উদাসীন পৃথিবীর মাঝে।
অস্থির জলের মতো এঁকে যায় সুনামীর ঢেউ,
অনন্তের পথে পথে হাঁটে একা কাঙ্ক্ষিত সুখের প্রত্যাশায়।
তোমার কোমল নবনীত হাত রাখো তার হাতে,
রহো তার সাথে একতারা হয়ে; জীবনের সকল সংঘাতে।


০৬/০১/২০২৪
ঢাকা।