বাঁচতে হবে ধরার মাঝে বাঁচার মতো
জীবন নিয়ে খেলতে হবে প্রলয়োল্লাসে;
গোল্লাছুটের প্রমত্ততায় খেলতে হবে
নদীর পাড়ে চাঁদনী রাতে চৈত্র মাসে।
অন্নবিহীন লাবণ্যরা ছন্নছাড়া
পথ-বেপথে ছুটছে তারা বোরকা পরা;
ঠোট পুড়ে যায় লিপস্টিকের লাল আগুনে
ক্ষুধা নাচে পেটের ভেতর দারুন খরা।
বিক্রি করে শুদ্ধ শরীর অশ্রু-হাসি
স্বপ্নবিলাস ঘুম-শিহরণ লোভ-লালসা;
শাখা-সিঁদুর নাকফুল আর ওড়না-নেকাব
ফাগুন রাতের কৃষ্ণচূড়ার ভালোবাসা।


০৭/০১/২০২৪
ঢাকা।