বিনোদিনী রাই কিশোরী!
      চপল পায়ে এসো, এসো;
নূপুর পরে দু'চরণে
      বনপথে এসো, এসো।


মন যমুনায় জোয়ার জাগে
তোমার নামে অনুরাগে
বসে আছি কদম শাখে
      কলসী কাঁখে এসো, এসো।


তোমায় বিনে বাঁশুরীতে
      উঠে না মিলন সুর,
চাঁদ-বিরহে আর কতোকাল
      কেঁদে যাবে সমুদ্দুর?


দয়া-মায়া নাই কি তোমার
প্রেম-বিরহে ঘোর হাহাকার
হৃদয় আমার হচ্ছে চুরমার
      দয়া করে এসো, এসো।


১১/০১/২০২৪
ঢাকা।