রোগাক্রান্ত হৃদয়ের আরোগ্য সম্ভব;
পূর্ণিমার চাঁদ যদি বিধ্বংসী প্লাবণে
জলোচ্ছ্বাস তোলে, অপ্সরীর রূপে এসে
ভাসায় সোনার তরী অতল সাগরে।
অনুর্বর মরুভূমি পায় উর্বরতা;
যদি শ্রাবণের ঘন জলবিন্দু এসে
ছেলেমানুষীর মতো ডোবায় প্রান্তর,
বিস্তৃত ঊষর ভূমি, শিকড়-বাকড়।


প্রখর রোদ্রের আলো দিয়ে যাও তুমি
ধৃতরাষ্ট্রের দু'চোখে গান্ধারীর মতো;
তুমুল বৃষ্টির ছন্দে তোল আলোড়ন,
রুক্ষ মরুভূমি সিক্ত করো মমতায়।
সূর্যাস্তের রক্তক্ষণে হোক অভিসার
অপার আনন্দে, ষড়যন্ত্রহীনভাবে।


১৬/০১/২০২৪
ঢাকা।