শুভ্র মুকুট পরে
   সজোরে শব্দ করে
      অরূপের রূপ ধরে
         আছড়ে পড়ছে ঢেউ।
মসৃণ বেলাভূমি
   ভুলিয়া গোঁয়ার্তুমি
      সবলে যাচ্ছে চুমি
         সঙ্গে নেই যে কেউ।

আমি এক উদাসীন
   বুক করে চিনচিন
      একেলা সঙ্গীহীন
         দূরপানে রই চেয়ে।
আকাশ নেমেছে দূরে
   সুদূর অচিনপুরে
      জলকে রাখছে মুড়ে
         কোন্ সে আজব মেয়ে?


২৭/০১/২০২৪
হোটেল সী-ভিউ, সেন্টমার্টিন।