একুশ আমার স্বপ্নবিলাস
          একুশ মনের দীপ্তআশা,
একুশ আমার চেতন-বোধের
          পরিচিতি, ভালোবাসা।  
      একুশ মানে লাল পলাশে
      শহীদ ভাইয়ের রক্ত হাসে;
ভারাক্রান্ত বাঙালিদের
         প্রভাতফেরির মিছিল আসা।


শ্লোগান ছিলো বায়ান্নতে-
          'রাষ্ট্রভাষা বাংলা চাই',
লাল-সবুজের বাংলাদেশে
          রাষ্ট্রভাষা বাংলা নাই!
      বিভূঁই-ভাষায় আগ্রাসনে
      বাংলা লুকায় আঁধারকোণে;
পিচঢালা পথ লাল করা সেই
          রক্ত-রেখার হিসাব চাই।


চেতনাতে একুশ আনো
          উজ্জীবিত তরুণ-দল,
মর্ত্যলোকে শর্তবিহীন
          দৃপ্ত-শক্তি অরুণ-বল।
      'রাষ্ট্রভাষা বাংলাকে চাই'-
      স্লোগান উঠুক ফের এবার ভাই;
আমরা হবো রফিক-শফিক
          জব্বার-বরকতের দল।


২১/০২/২০২৪
ঢাকা।