হৃদয়ের বেদনার বিলাস বাগানে
বসে, কেঁদে যাই আজ মনের বিষাদে;
অতীব যতনে বুনি মেঘের বাথানে
অভিমানী বৃষ্টিধারা, ভবানী-প্রাসাদে।
বেনামী দুঃখের ক্ষত ভাঙনের সুরে
অজস্র ধারায় এসে গান গেয়ে যায়;
প্রিয় প্রিয়তি সেথায় আসে ঘুরে ঘুরে
মিষ্টি শঙ্খধ্বনি তুলে, বেলা অবেলায়।


কম্পমান ঠোঁটে তাঁর বিদ্যুতের শিখা
প্রস্ফুটিত পুষ্পসম, রঙিন প্রভায়
এসে ভেঙ্গে দিয়ে সমুদয় অহমিকা;
অতঃপর, ধীর পায়ে অনন্তে মিলায়।
তুমিও কি মেঘমালা, প্রিয়তি আমার?
আকাশের নীল জুড়ে শরীর তোমার।


০৩/০৩/২০২৪
ঢাকা।