অল্প কথার গল্প বলার সময়তো নেই আর,
ইতিহাসের পাতা খুলে দেখো সারাৎসার।
          রক্ত-খুনের তপ্তধারা
          অকাতরে বিলায় যারা;
স্বাধীনতার চন্দ্র-তারা পায় জগত মাঝার।


একাত্তরে এই বাঙালি যুদ্ধের ময়দানে,
জীবন মরণ পণ করেছে স্বাধীনতার টানে।
          রাত্রি-দিবস সকল ভুলে
          জীবনগাথার মন্ত্রবলে
গিয়েছিল সদলবলে দীপ্ত জয়ের গানে।


সত্য-নিষ্ঠায় রয় না টিকে কোন অত্যাচারী,
পরাজিত হয় ভুবনে সকল অহংকারী।
          অত্যাচারী রাজা যত,
          নিজের পাপে হয় নিহত;
ফেরাউনও হলো গত, করি' আহাজারি।


ফিলিস্তিনের মুক্তিসেনা রক্ত দিচ্ছে ঢেলে,
স্বদেশ মন্ত্রে উজ্জীবিত দুর্দান্ত ছেলে!
           বিজয় তাঁদের হবেই হবে,
'।         জয় ফিলিস্তিন' বজ্ররবে;
বিশ্ব মোড়ল চেয়ে রবে অন্ধনয়ন মেলে।


অল্প কথার গল্প শোনার দিন যে হবে শেষ,
রক্ত-ঘামের ইতিকথার রয় না অবশেষ।
           লড়াকু মন উঠলে লড়ে,
           শত্রুরা সব ভয়ে মরে;
মরার আগে কাঁপে ডরে তাকায় অনিমেষ।


১৬/০৩/২০২৪
ঢাকা।