'নেতার বিকল্প নেই'- এই যদি হয়
মনোভাব, দৃষ্টিভঙ্গি; তবে, জেনে রেখো-
সে দল রাজনৈতিকভাবে পর্যুদস্ত।
যারা তাঁর চারিপাশে বসবাস করে,
উল্লাসে অনুরণিত মাঠে-ময়দানে;
তারা সব অতিলোভী- চামুণ্ডা চার্বাক।
সেখানে অজস্র লোভ ঢেউ তুলে যায়,
ডোবাতে মিথ্যার জলে সত্যের পাহাড়।
গণতন্ত্র, মানবতা হয় ক্ষীণতর!
বিস্ময়কর প্রক্রিয়া জগদ্দল রূপে
চেপে রয় সমাজের অলিগলি পথে।
নেতার নীতির চেয়ে বড় হয় কতো
পাতিনেতা, হাইব্রিড নেতা, পোষ্যনেতা;
আর নেতাময় দেশে ধুরন্ধর যারা।


২৯/০৩/২০২৪
মিরপুর ঢাকা।