রূপখানি তাঁর অরূপধারা; মদের ফেনার বিম্ব হয়ে
চমক দেখায়, ভালোবাসার পরশ দিয়ে এই হৃদয়ে।
রূপের অধিক রূপের ধারা, দেখে তা' হই আত্মহারা;
বুঁদ হয়ে রই রঙ্গরসের পানশালাতে সবসময়ে।


১১/০৩/২০২৪
ঢাকা।