বিশ্বে যখন নিঃস্ব মানুষ জাগে রে দৃশ্যপটে,
অসম্ভবেও সম্ভাবনার হাজার ঘটনা ঘটে।
স্বাধীনতা আসে চিন্তা-চেতনে; রাজ্যনীতির মাঝে
অর্থনীতির কর্মকাণ্ড চলে জনসেবা কাজে।
তাই, তোল আজ স্লোগান মুখর বজ্রকন্ঠ সুর-
এক হও সব, সামনে দাঁড়াও দুনিয়ার মজদুর!
শোষণ শিকলে বেঁধে রাখে যারা আকাঙ্ক্ষা মানুষের,
জার-শাসনের মতন তাদের পতন হবেই ফের।
নিঃস্বের ঘাম, রক্তের দাম বিফল কখনো হয় না,
অত্যাচারীরা ঈশ্বররূপে কখনো জীবিত রয় না।
মাটির ধূলাতে নামে তারা, যায় শোণিতের স্রোতে ভেসে;
ভয়কাতুরের অবয়ব দেখে নিঃস্বেরা ওঠে হেসে।
নিঃস্বেরা ভাঙে বাস্তিল, আর বন্দীরা হয় মুক্ত;
নিঃস্বের তেজে নিষ্ঠা থাকলে সুন্দর হয় যুক্ত।
এসো, এসো সব নিঃস্বের দল, বিশ্ব জয়ের লক্ষ্যে;
সুবোধ-নিরীহ-সাধারণজনে আছে তোমাদের পক্ষে।


০১/০৫/২০২৪
ঢাকা