বহুদিন হলো নীল আকাশ দেখি না বৃক্ষের ছায়ায় বসে!
আকাশ কি পূর্ববৎ আছে? নাকি, ধূসর এবং ফ্যাকাশে?
তোমার পরনে যে সকল নীল নীল শাড়ি ছিলো,
সেই সব রঙ কি ভাসে না ওই দূরের আকাশে?
সকালে সন্ধ্যায় যে সকল রঙ ছড়াতো দূরবর্তী আকাশ
পূবে-পশ্চিমে, দুপুরের ক্ষণে হাজার রঙের খেলায়;
বেনো জলে ভেসে গেছে কি সেসব রঙের বাহার,
আমাদের নিরুত্তাপ অন্তরের পরস্পরের অবহেলায়?
আজ পাশাপাশি বসে হিসাব কষি জীবনের সন্ধিক্ষণে,
বিশাল শূন্যতা আর অসারতা ক্রমশ বৃহৎ হয়!
শূন্যে  শূন্যে ঠোকাঠুকি চলে নিরন্তর,
অপরিণামদর্শী জীবনে নেই কোনো জয়; নেই পরাজয়।


২৪/০২/২০২২
মিরপুর ঢাকা।