আবেগী হৃদয় যতো শঙ্খচিলের মতো
স্বপ্নীল পাখায় ভর করে উড়ে যায়
দূর নীলিমায়; দূর থেকে দূরে, আরো বহুদূরে,
অবিরাম অবিরত।
অবশেষে তারা হঠাতই নামে দুঃস্বপ্নের ধামে
নিরুপায় হয়ে গোধূলি লগনে
এ পৃথিবীর ধূসর আঙিনায় অন্তত।
জন্মান্তরের সংস্কার নিয়ে প্রাণে,
আকাশে আকাশে উড়তে চেয়েছিলো যারা
শত জনমের নূতনের আহ্বানে।
পৃথিবীর শত দুঃখ-যাতনা, বেহাগ-বেদনা
ঘিরে ধরে আষ্টেপৃষ্ঠে,
হায়! নিষ্ঠুর দুঃশাসনে।
আবেগী হৃদয় নিষ্ফল হয়,
অবশেষে সে শূন্য বালিয়াড়িতে
একা একা পড়ে রয়, ভীষণ একেলা,
নিকষ কালোর নিস্তব্ধ নিশিতে।


২৩/১১/২০১৯
মিরপুর, ঢাকা।