স্বপ্নমোহে আজব দেশের মানুষগুলোই বন্দী,
করছে সবাই আজগুবি এক রাজার সাথে সন্ধি।
সোজা ভুলে বাঁকা পথে চলছে সবায়,
অন্ধগলির চক্রাবর্তে ছুটছে সবায়,
অর্থলোভে আঁটছে সবাই ফন্দি।
আলো ছেড়ে অন্ধকারের সাথে করে সন্ধি!
তাই রে নাইরে না!
তাই রে নাইরে না!
ভাবনাবিহীন মানুষগুলো সব যেন আজ কানা।
তাই রে নাইরে না!
তাই রে নাইরে না!!


একলা বসে ভাবছে শুধু সত্যবাদী নন্দী-
স্বার্থমোহে যুধিষ্ঠিরও করে ছলের ফন্দি।
মানুষগুলো চলছে দ্রুত লোভের মোহে,  
জীবনবোধের লক্ষ্য ভুলে মিথ্যা কহে,
খুঁজছে যেন গুপ্ত অন্ধিসন্ধি।
জীবন তাদের কথার বাহার যেন পুষ্পগন্ধী!
তাই রে নাইরে না!
তাই রে নাইরে না!
দ্রোণাচার্য শোকাহত কোথায় অশ্বত্থামা?
তাই রে নাইরে না!
তাই রে নাইরে না!!


২৩/১১/২০১৯
মিরপুর, ঢাকা।