(কবিতার আসরের পশ্চিমবঙ্গের
বন্ধুদের প্রতি কবীরের নিবেদন।)


ভেবেছিলাম, একান্তে, মনে মনে আমি;
শেষ হলে চাকরির গোলামী-বন্ধন,
তোমাদের কাছে যাবো বিশের বসন্তে।
এতোদিন অন্তর্জালে যাদের সহিত
কবিতা-পাড়ায় খুব পরিচয় হলো;
তাদের সান্নিধ্যে, একসাথে মিলেমিশে
কতো আনন্দসঙ্গীতে কাটাবো সময়!
কিন্তু, হায় বিধিবাম। কিছুই হলো না;
বিশ সাল শেষ হলো করোনার বিষে।
আশায় ছিলাম একুশের বসন্তের।  
আরো ভয়ঙ্কর হয়ে একুশ এলো যে।
এই জীবন-প্রদীপ কালের গতিতে
একদিন স্বাভাবিকভাবে  ম্লান হবে।
একুশ কি চলে যাবে কালের গহ্বরে,
কোভিড-ঊনিশ-এর দুর্বিসহ পালে?
মানুষের ইচ্ছা কখনো হয় না পূর্ণ
পৃথিবীতে; অপূর্ণতা নিয়ে চলে যায়,
সম্মুখে এগিয়ে যায় অজানার পথে;
অন্ধকার প্রকোষ্টের হাতছানি পেয়ে।
হে বন্ধুরা! যদি দেখা নাহি হয় আর,
যদি কোন আলাপ না হয় আমাদের;
কখনো যেও না ভুলে। এ সত্য স্মরণে
রেখো, তোমাদের প্রতি প্রাণের গহীন
থেকে অফুরন্ত ভালোবাসা রেখে যাই।


২৩/০৬/ ২০২১
মিরপুর, ঢাকা।