আকাশে যখন নদী বয়ে যায়
বাতাসে তখন পুষ্পের রেণু;
গাছের ছায়ায় সুর তুলে গায়
মরমিয়া গান রাখালিয়া বেনু।
তখন তুমি যে চপল চরণে
ছন্দমথিত মধুর স্বননে
হেঁটে যাও; দেখি পারিজাত বনে
অলকানন্দা নদী উছলায়;
অপার নৃত্যে মজে কৃশ তনু।


ভুলে যাই সব কামনা বাসনা
পাওয়ার আশায় বিদ্রোহী হওয়া;
জাগে না হৃদয়ে ক্ষাণিক এষণা
ওষ্ঠে ওঠে না কাব্যিক কওয়া।
তখন তোমায় মন-প্রাণ ভরে
দেখি নিশ্চুপে রেখে অন্তরে
শিউলি তলায় প্রত্যহ ভোরে
লভিতে করেছি প্রেমের সাধনা;
এ যেন বিরহ, চিরকাল সওয়া।


০৮/০৬/২০২২
মিরপুর, ঢাকা।