সকাল-বিকেল, রাত-দুপুরে,
একটি পাখি মধুর সুরে
গাচ্ছে যে গান উড়ে উড়ে,
          মনের গহন দেশে;
শহর, নদী, গ্রামটি ছেড়ে,
ডানে-বাঁয়ে যাচ্ছে উড়ে,
নিত্য ডাকে আকুল স্বরে
          গভীর ভালোবেসে।


তার চোখেতে আলোর রশ্মি,
উছলে পড়ে পূর্ণশশী,
বাজিয়ে তার মোহন বাঁশি
          গহীন রাতে আসে,
ঝাপটা মেরে পাখাগুলো,
ঝেড়ে ফেলে সকল ধুলো,
নিভিয়ে দিয়ে বাতির আলো
          বসলো আমার পাশে।


বললো হেসে, 'ভালোবাসি,
তোমার চিরল দাঁতের হাসি।
কেমন করে বাজিয়ে বাঁশি
          টানছো তোমার পানে?
ভাঙছেো আমার ঘরবাড়ি-পুল,
ভাঙছো আমার খেলার পুতুল,
ভাঙছো আমার নাকছাবি-ফুল
          অসীম সুরের গানে'।


১৯/০১/২০২০
মিরপুর, ঢাকা।