মূর্খেরা কয়- আরবি নাকি আল্লাহতালার ভাষা,
ধর্ম-বণিক বলছে যাহা, মিথ্যাতে তা ঠাসা।
সকল ভাষাই আল্লাহ বোঝেন, সকল ভাষা তারই,
তার নামেতেই আনন্দ গান এবং আহাজারি।


বিশ্বলোকে আছেন তিনি, আবার কোথায়ও নাই,
তন্নতন্ন খুঁজে শেষে বুকের কাছেই পাই।
আমি আছি, তিনি আছেন; আমার মাঝেই ঠাঁই,
বুকের তলে রেখে তারে মিছেই খুঁজে যাই।