অন্ধকারে অন্ধকার বেশি দেখা যায়,
দেখা যায় সেই অসীমার রূপধারা;
নিকষ আঁধারে অবিরল সুখ পায়
আগল টানানো রুদ্ধদ্বারে থাকে যারা।
ভেসে উঠে কতো ছবি হৃদয়ের পটে,
হাজার কথার সমাগম হয়। আর
কবিতার মত লতিয়ে লতিয়ে ওঠে
অন্ধকার! শাশ্বত নিপুণ অন্ধকার।
অনন্য জগতে হাঁটে সাধকের মন,
অপরূপা হয়ে ওঠে সমুদয়। প্রিয়  
শব্দের কাসুন্দি ঘেঁটে অতীব যতন
ভরে, সৃষ্টি করে যায় জীবন্ত অমিয়।


আলোর ভেতরে দেখি না কিছুই; হায়!
লোভ-লালসা, বিত্ত, ঘরবাড়ি ছাড়া;
নিভৃত গোপনে অ-সুখ বাড়িয়ে যায়,
আলোর বিবরে নামে অশান্তির ধারা।
আলোহীন অন্ধকার দু'চোখে নামুক
শ্রাবণ ধারার মতো। সুখের আকর!
প্রিয় প্রিয়তির বুকে উদ্ভাসিত হোক
অরণ্য অন্ধকারের আনন্দ-বাসর।


২৪/০৩/২০২২
মিরপুর, ঢাকা।