আমাদের দেখা হবে মহামারী শেষে,
আমাদের দেখা হবে বিজয়ীর বেশে।
আমাদের দেখা হবে সবুজ সকালে,
আমাদের দেখা হবে সরস বিকালে।
আমাদের দেখা হবে  নতুন প্রহরে,
আমাদের দেখা হবে  নীরোগ শহরে।
আমাদের দেখা হবে নিয়ন আলোতে,
আমাদের দেখা হবে সুখ ও ভালোতে।
আমাদের দেখা হবে করোনা-মরণে,
আমাদের দেখা হবে প্রীতির স্মরণে।


দেখা হবে আমাদের মৃত্যুরা হেরে গেলে,
দেখা হবে আমাদের মানবতা জয়ী হলে।
দেখা হবে আমাদের বোশেখের বটতলে,
দেখা হবে আমাদের হাত রেখে করতলে।
দেখা হবে আমাদের টিএসসির আড্ডাতে,
দেখা হবে আমাদের একুশেরই মেলাতে।
সঙ্গনিরোধে থাকো লকডাউন শহরে,
আগামীর সুন্দরে রও সবে নিজ ঘরে।


১১/০৪/২০২০
মিরপুর, ঢাকা।