বিকেল বেলার হলুদ আলো সরষে খেতে নাচে,
কিশোর বেলার গঙ্গা ফড়িং ডাকছে তারই কাছে।
শান্ত জলের আয়না কাঁপে শীতের সমীরণে,
আমার এ মন হারিয়ে যায় কিশোর বেলার ক্ষণে।
খিল জমিতে বৌ-ছোঁওয়া, দাঁড়িয়াবান্ধা খেলা,
গোল্লাছুট ও ফড়িং ধরায় কাটিয়ে দিতাম বেলা।
দিনের শেষে সন্ধ্যা হলে ফিরে এসে বাড়ি,
খাতা-কলম-বই নিয়ে লাগতো কাড়াকাড়ি।
পড়ালেখা, গল্প-গুজব, শেষে খাওয়া-দাওয়া,
ঘুমের বুড়ির সোহাগ নিতে কাঁথার তলে যাওয়া।
আসবে না আর ফিরে জানি হারিয়ে যাওয়া দিন,
সে সব কথা ভাবতে গিয়েই হচ্ছি উদাসীন।
সহজ সরল জীবন ছিলো আমাদেরই কালে,
এখন তোমরা মগ্ন থাকো টিভি, অন্তর্জালে।


০২/০১/২০২৩
মিরপুর ঢাকা।