আমাদের এ সংসার- শুধুই অভ্যাস!
যেন ভালোবাসাহীন একটি খোঁয়ারে
জীবন যাপন করা; দিন ক্ষণ মাস
পার করে চলে যাওয়া দূর পরপারে।
          কর্তব্যের ঘানি টানা, প্রশ্নাতীতভাবে
          মরু পর্বত সাগর পার হয়ে যাওয়া,
          ক্রমাগত ছুটে চলা; ভাবে না কী পাবে
          অথবা কিইবা হয়েছে এ জীবনে পাওয়া!
বেলাশেষে চেয়ে দেখে শূন্যতায় ভরা
মানুষের এ জীবন, নিরস তরুতে
ছত্রাকের ন্যায় জন্মে; হায় বসুন্ধরা!
কি মোহে পেতেছো ফাঁদ কঠিন মরুতে।
          মানবিক ভালোবাসা ঈশ্বর-স্পন্দন,
          প্রেমবিহীন এ জীবন অথৈই ক্রন্দন।


০৮/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।