আমার আমিকে খুঁজে ফিরি আমি
        আকাশে সাগরে ভুবন মাঝে,
দুঃখের তাপে পুড়ে ছাই হই
        শত জীবনের সকাল-সাঁঝে।
বনে-জঙ্গলে তাঁরে খুঁজে যাই
যতোই খুঁজছি তবু নাহি পাই
শুধু ভেবে যাই কোথায় যে সাঁই
        অন্তরমূলে দেখছি না যে!
আমার আমিকে খুঁজে ফিরি আমি
        আকাশে সাগরে ভুবন মাঝে।


চারিদিকে ওঠে কতো হাহাকার
        বেদনার ঢেউ উঠছে ফুঁসে,
প্রিয়তির প্রীতি কষ্টের স্মৃতি
        ধিকিধিকি জ্বলে সিক্ত তুষে।
বইছে অশ্রুজলধারা নদী
কলকল স্বরে বহে নিরবধি
কোথায় লুকালে, হে মোর অনাদি?
        বুক ফেটে যায় পাই না কাছে।
আমার আমিকে খুঁজে ফিরি আমি
       আকাশে সাগরে ভুবন মাঝে।


০৩/০৪/২০২২
মিরপুর, ঢাকা।