অশ্রু যখন ঝর্ণা হয়ে আমার চোখে যায় গড়িয়ে,
তখন তুমি করুণাতে রুমালখানি দাও বাড়িয়ে।
বিভ্রান্তির আবছা আলোয় যখন আমি যাই হারিয়ে,
তখন তুমি সামনে দাঁড়াও;
'ঠিক আছে সব' এই বলে দাও হাত বাড়িয়ে।
অন্ধকারের গিরিগুহায় আমি যখন পতনশীল,
জাপটে ধরো বুকের কাছে তখন তুমি, হে অনাবিল!
অনুভবে কেউ বোঝে না আমায় যখন,
গভীরতর ভালোবাসায় হাত বাড়িয়ে জড়াও তখন।
তুমি আমায় ঋণ দিয়েছো যত্ন করে উষ্ণ হৃদয়,
তাইতো, আমার সত্ত্বা সকল তোমার কাছে ঋণী যে রয়।
কেউ ছিলো না যখন আমার, আপন করে ছিলে তুমি;
সাব-কবলায় তাই দিয়েছি আমার সকল হৃদয় ভূমি।
ইচ্ছে মতো চাষ করো তা', ইচ্ছে মতো কাছে রাখো,
এই জীবনের অহমিকা সকল তোমার, ভুলো নাকো।


২৪/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।