মন থেকে হাসি যদি অধরে না ফোটে,
হাসির ঝলক কভু ভাসে নাতো ঠোঁটে।
        দুঃখে যাদের জীবন      
        কেটে যায় সারাক্ষণ
কিভাবে ফোটায় হাসি বলো চোখে-মুখে?


চিরদুঃখি মানুষেরা এ সংসার মাঝে,
দামহীন হয়ে রয় পার্থিব সমাজে।
        নেই তার কণা-মূল্য    
        হয় না সে কোন তুল্য
ঝরে পড়ে তারা যেন সূর্য ডোবে সাঁঝে।


পৃথিবীর পথে-ঘাটে কতো ফুল ফোটে,
আদরে নেয় না কেহ তারে করপুটে।
        অযতনে ঝরে যায়    
        অসময়ে অবেলায়
তার কথা নিয়ে কেউ ভাবে নাতো মোটে।


সাধারণে করে যায় এতোটুকু আশা,
একটু আদর আর কিছু ভালোবাসা।
        সবকিছু মুছে যায়    
        সব আশা উড়ে যায়
বেঁচে থাকে ধরণীতে অন্তরে হতাশা।


২০/১২/২০২১
মিরপুর, ঢাকা।