বিরহ যাতনা মননে না এলে কবির কবিতা ফোটে না ভালো,
তাই, বিরহের কথা ব্যাকুলতা কবিতায় আনে সমূহ আলো।
ভালোবাসা হলো দূরের আকাশে রঙ বদলানো মেঘের মতো
ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় অপরূপ খেলা চলে নিয়ত।
কখনো পাহাড় নীলের সাগরে কাশবন ভরা কখনো নদী,
কখনো সিংহ অথবা ভালুক কখনো বিড়াল নির্বিরোধী।
দুপুর বেলার সাদা মেঘগুলো গোধূলি লগ্নে রঙিন হয়,
কলকাকলিতে মুখর সন্ধ্যা তটিনি পাড়ে বড় বিস্ময়!
ছলনায় ভরা প্রেম চাহি না গো বিরহ যাতনা আমারে দাও,
বিরহ অনলে খাঁটি করে মোরে আনন্দলোকে চলিয়া যাও।
বিচ্ছেদগুলো হীরকের মত শিশির কণায় হয় উজ্বালো,
প্রেম দিয়ে তুমি চলে যাও দূরে অনন্তলোকে, এইতো ভালো।
আমি যেন এক কদলী বৃক্ষ ফল দিয়ে শেষে মরিতে চাই,
দুঃখ পাই না হৃদয়ের মাঝে যদিও জীবনে কিছু না পাই।
প্রখর রৌদ্রে বিরহীর প্রাণে সুমধুর তানে তোলে না সুর,
আনন্দলোকে কল্পনায় সে মরমিয়া গায় ব্যথা-বিদুর।
যাও চলে যাও সুদূর দেশেতে সুখ-কবিতার এ দেশ ছেড়ে,
বিরহ কথার ভাবনার তলে বসে রবো আমি। দুখ-মুকুরে
দেখবো আমারে আরেক জগতে রিরংসাহীন অমৃত কবি!
সেখানে হাসবে খেলবে ছুটবে তোমার প্রেমের অরূপ-ছবি।
বিরহ বিহনে যশের কাব্য পৃথিবীতে হয় না লেখা আর,
চাই বিচ্ছেদ তাই, উপহার রূপে দান করে যাও, চমৎকার!


২৬/০৬/২০২২
মিরপুর ঢাকা।