আমরা যখন ছাত্র ছিলাম,
আড্ডা দিতাম, ঘুরতে যেতাম, বেড়াইতাম,
বন্ধু সকল মিলে;
ভালোবাসায় সিক্ত হতাম
খেলার মাঠে, গাছ-তলাতে, নদী কিংবা ঝিলে।
ঝাঁকঝমকের বালাই কোন ছিলো না যে তাতে,
দু'চার টাকার চিনে বাদাম
কিনে নিয়ে সবাই খেতাম;
গল্প শেষে বাড়ি ফিরতাম প্রতি সন্ধ‌্যারাতে।
তাতে কোন ভয় ছিলো না, দোষ ছিলো না,
টাকা-পয়সার লোভ ছিলো না;
চাঁদাবাজি, বোমাবাজি, ধাপ্পাবাজি,
নষ্ট মনের রাজনীতিকের গলাবাজি,
মাগীবাজি, নষ্টামি আর ছিলো না ক্যাসিনো;
তাতেই আমরা সুখী ছিলাম, ভালো ছিলাম,
লোভ ছিলো না, ডর ছিলো না, ক্ষয় ছিলো না কোনো।


এখন শুধু ভয়ের জগত!
অন্ধকারের, মোহের, লোভের জাল ফেলেছে চারিদিকে,
মাদক নেশায় বন্দী হয়ে
টাকার মোহে বিবেক থুয়ে,
ঘুরছে সদা দিক-বেদিকে ছাত্র নামের
ভবিষ্যতের দেশের নাবিকেরা!
হতাশাময় গহীন জলে ভাসছে তারা, হয়ে দিশেহারা।


তবুও, আশার প্রদীপ ধরি, নৈরাশ্যের বাঁকে,
আলোর ঝলক ফিনকি কেটে জাগবে ঝাঁকে ঝাঁকে।
আয় ফিরে আয়, ভবিষ্যতের কাণ্ডারী তুই, আয়!
শুদ্ধ মনের আরাধ্য তুই রাখিস চেতনায়।


০৫/১০/২০১৯
মিরপুর, ঢাকা।