জীবন নদীর স্রোতের ধারা দু'দিন বই তো বেশী নয়,
পাচ্ছো সময় যতোটুকু করো তা' আনন্দময়।
মানব জীবন আর হবে না মর্ত্যলোকে কোন দিন,
আনন্দহীন জীবনখানি কবর দেশে হবে লীন।
হেসে খেলে নাও ভরিয়ে যেটুক সময় পাও তুমি,
প্রিয়ার গালের তিলক থেকে প্রেমের সুধা নাও চুমি।
বন্দীদশার জীবনটাকে মেলে ধরো আকাশময়,
পাখির মতো শিস দিয়ে গাও করতে সকল দুঃখ জয়।


অর্থ-কড়ির পিছে ঘুরো না করে যে দর্প নাশ।
লাভের খাতায় শূন্য রবে জীবন হবে সর্বনাশ!
বিশ্বজয়ী স্মরণীয় জগত মাঝে রয় যারা,
আদর্শময় জীবন তাঁদের বরণীয় হয় তারা।
আঁচড় কেটে যাও ভুবনে দিয়ে সকল শক্তি-মন,
মরে গিয়েও বেঁচে রবে রাখবে মনে জগৎ-জন।


৩১/০১/২০১৯
মিরপুর, ঢাকা।