দরোজাটা খুলে বাহিরে এলাম
        রঙিন আলোর উচ্ছ্বাস দেখে
               সুজন বন্ধু দু’হাত বাড়ালো
                            আজ ধরি তার হাতখানি।
সয়ে গেছে আলো চোখ খুলে চাই
        সম্মুখে দেখি বিলোলিত হাসি
                  স্মৃতিময় সব রূপকথা যেন
                             হৃদয়েতে তোলে ঝলকানি।


আঁধার নামিছে স্মৃতির পাতায়
         ফুঁসিয়া উঠেছে করোনার কাল
                    ফিকে হয়ে আসে আলোকিত স্মৃতি
                                তাই বুঝি কাঁদে অন্তর।
কপাটখানিরে করো না বন্ধ
         দিও না হারাতে উজ্জ্বল দিন
                    আমরা চলেছি পুলকের পথে
                             যদিও পাটে বসে দিবাকর।


০১/১১/২০২০
মিরপুর,ঢাকা।


বন্ধু '৮৫, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনলাইন জুম আড্ডায় আমার যে সকল বন্ধুরা যোগদান করেছো, সকলের প্রতি ভালোবাসা। এ আড্ডা চলেছে তিনঘন্টার উপর সময় ধরে। উপস্থিত হয়েছিলো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ থেকে মোট ৭৫ জন বন্ধু। আড্ডা চলার ফাঁকে ফাঁকে এ শব্দগুলো সাজালাম।