ভাবছো তুমি বিকেল বেলার চায়ের মতই আমি;
ইচ্ছে হলেই চুমুক দেবে
ইচ্ছে হলেই ঠেলে রেখে চলে যাবে তুমি।
তোমার সকল ইচ্ছের দাম দেই যে রক্ত মূল্যে;
সব ছেড়েছি আপন স্বজন
সব প্রিয়জন এখন বাঁচি প্রাণ নিয়ে সাকুল্যে।
অনুভবে পড়লো ধরা
পিছে বিশাল দেয়াল খাড়া
বাঁচতে হলে সমুখ পানে ছুটতে হবে একা;
মরার আগে লড়ে যাবার চেষ্টায়
অভিমানে নাড়া দিলাম শেষটায়,
আম ও ছালা সব হারাবার শঙ্কা যাচ্ছে দেখা!
আমগুলো সব রেখেই গেলাম, ছালা নিয়ে যাই;
অনন্তকাল বেঁচে থেকো প্রার্থনা জানাই।


০৪/১০/২০২২
মিরপুর, ঢাকা।