দূর নক্ষত্রের মতো আকাশের গভীর সমুদ্রে ডুবে যেতে চাই।
শ্রাবণ মেঘের মতো পৃথিবীর সবুজ কাননে ঝরে যেতে চাই।
আসন্ন বিষন্নতাকে ঢেকে দিতে উত্তাল সাগরে মিশে যেতে চাই।
আমাকে আঁকড়ে ধরে প্রসারিত পাহাড়ের মতো মোহের দিগন্ত।


নীড়হীন পাখি এক অবিরাম উড়ে চলি দূরতম অজানায়।
অবিশ্রান্ত যাত্রাশেষে চোখ মেলে দেখি; হায়! কেউ ডাকে না আমায়।
প্রত্যাহত জীবনের সংবেদনশীলতা প্রত্যহ নীরবে কাঁদায়।
বেদনার জলস্রোতে স্বপ্নহীন নদীরূপে চলি; নেই যার অন্ত।


১৮/০৮/২০২২
মিরপুর, ঢাকা।