উড়তে গিয়ে পাখির ছানা ধপাস করে যায় পড়ে,
উজ্জ্বল তার পাখাগুলো জড়িয়ে থাকে খুব ডরে।
ব্যর্থতারই কান্না নিয়ে ডাক দিয়ে যায় ঈশ্বরে,
বিশ্বাস আর ব্যথা নিয়ে কামড়ে ভূমি রয় পড়ে।
ঈশ্বরে কয়, 'চেষ্টা করো, দিয়ে তোমার শক্তিকে,
ভক্তির চেয়ে শক্তি বড়ো পেতে তোমার মুক্তিকে।
অলৌকিকে বান্ধা থেকে মনে যাদের প্রবল ভয়,
তাদের তরে মুক্তির পথ থাকবে না আর জগতময়'।


পক্ষিশাবক শক্তি নিয়ে উড়াল দিলো উচ্চতায়,
অবশেষে, আকাশ দেশে শক্তিবলে উড়ছে তায়।
আপন বলে আস্থা রেখে জয় করে যে সকল ভয়,
নিজের খেয়াল ইচ্ছেমতো উড়বে সেতো আকাশময়।
আস্থা এবং কর্ম হলে যথাযথ নির্বাচন,
বিশ্ব জয়ের শক্তিগুলো হবে তখন উন্মোচন।


২৫/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।