তুমি যেন এক রঙ্গিলা আতশ কাঁচ!
প্রেমের সূর্যের আলোর ভেতর করে খেলা,
শুষ্ক পাতার মতোন আমি পুড়ছি নিয়ত;
আনন্দিত মন পুলকিত হয় গভীর বিস্ময়ে।
আমার ধ্যানের ভেতরে তোমার আবির্ভাব-
সুখশিহরণে বুঁদ হয়ে রই ফ্রয়েডীয় মনোসমিক্ষণে।


নির্দিষ্ট উষ্ণতা ছেড়ে আগুনের লেলিহান শিখা
আলোকিত করে আমাদের পৃথিবীর বিশাল চত্বর,
কেন্দ্রীভূত ক্রিয়া পৌরাণিক অভিধান থেকে তুলে আনে
পৃথিবীর বিশুদ্ধ প্রেমের শব্দাবলী;
অতঃপর, আতশ কাঁচের নিচে জ্বলতে জ্বলতে
প্রত্যহ মন্থন করি- অসম্ভব সুখের সাগর!


১২/০১/২০১৮
মিরপুর, ঢাকা।