ভণিতাবিহীনভাবে বলেছিলো সে, ভ্রুকূটি হেসে,
ভালোবাসা হলো, জগতের মাঝে ফালতু জিনিস!
এই সময়ের চলমান স্রোতে শুধু বেয়ে যাওয়া
হালভাঙা নাও; থাক বা না থাক উপায়ন্তর।


ভালোবাস হলো, মাথার ভেতরে জটলা পাকানো
কালচে রক্ত! জীর্ণ জীবনে এবড়ো-থেবড়ো
চষা ক্ষেতে ছুটে চলা; কবিদের মতোন ফালতু
শব্দের খই ফোটানোর কবিতার ছলাকলা।


বড্ডো বিশ্রী ব্যাপার-স্যাপার! পাথর-শক্ত
চেতনার ঘরে আগুন লাগায়ে, চেনা-অচেনায়
নোঙর ফেলানো বন্দর ভুলে। রজতাভ রাতে
মিছরির ছুরি হাতে সম্মুখ পানে ছুটে চলা।


বঞ্চিত প্রাণে সুশোভিত ফুল সঞ্চিত করা.
এ কী ভালোবাসা! গন্ধবিহীন পুষ্পের মাঝে
সুখ খুঁজে যাওয়া,শরীরী মোহেতে, এ কী ভালোবাসা!
ভালোবাসা হলো, দুঃখের তাপে অঙ্গার হওয়া।


৩১/১০/২০১৯
মিরপুর, ঢাকা।