খাপছাড়া মনে প্রেমে ও বিরহে
এসেছো তুমি হে, ভুবনের মাঝে
বাংলাতে। বিশ্বাসে-নিঃশ্বাসে,
প্রদীপ্তশিখা-রবীন্দ্রনাথ!
পরিচয় শেষে ভালোবাসা কতো
বিলিয়ে গিয়েছো! সার্থকভাবে
কলমে এঁকেছো প্রতিবাদী সুর,
কবিতা ও গানে; তাই প্রণিপাত।
বুকের ভেতরে গোপন আবেগ
বসন্ত বায়ে উছলিয়া উঠে
মরমে মরিয়া; সুরের বাঁধনে
সঁপিয়া জীবন করে বিষ পান।
তোমার ভাষায় বাঙ্ময় হয়
শ্রাবণ মেঘের  মায়াজাল সুর;
অরূপ প্রকৃতি অর্গল খুলে
রিমিঝিমি গাহে বর্ষার গান।
যতোদিন রবে বাংলার জলে
কাদামাটি মাখা সরল প্রাণের
কৃষকের চোখ, ফসলের মাঠ,
অসীম প্রেমের ভালোবাসা নিয়ে;
ততোদিন রবে বাঙালির কবি
ধ্রুবতারা হয়ে, আপন জ্যোতিতে
নিশানা স্বরূপ দুঃখ-ক্লিষ্ট
আমাদের মনে হরষ জাগিয়ে।


০৯/০৮/২০২০
মিরপুর, ঢাকা।