মনোরম এ বাংলার জননী তুমি হে,  
এই জগতের মাঝে কেউ নেই আর
প্রিয়তম, সমতুল, তোমার মতোন।
চিরন্তন শোভাময় অধিকারী তুমি,
ভীষণ আকর্ষণীয়, সৎ ও সুন্দর।
তুমি যেন প্রেমময় মর্ত্যের বালিকা;
তাই, বুঝি অনিন্দিত, অতুলন প্রিয়।
তোমার স্নিগ্ধ হাসিতে বর্ণচ্ছটা জাগে,
আলোকিত করে সমুদয় অন্ধকার;
শক্তিশালী ন্যায্যতায় দৃঢ় মনোবলে,
ব্যক্তিত্বের স্তম্ভে তুমি, রহো অবিকার।
পাড়াপড়শী, প্রতিবেশী, দেশবাসী যতো,
তারা যদি সুখে রয়, তুমি সুখী হও;
মানুষের হিত কামনায় অবিরত
জননীর ন্যায় আশির্বাদ করে যাও,
অন্যায়ের অপকর্মে মগ্ন নাহি রও।
বিপদে পতিত জনে ভালোবাসা দিতে,
সমুদয় মানুষের ভালোবাসা পেতে,
স্বাভাবিক জননীর মতোন দর্শন।
অগাধ বিশ্বাস নিয়ে এই বাংলাদেশে
বেঁচে থাকো, যতোদিন ফসলের জন্য
কৃষকেরা ভালোবেসে কোমল মাটিকে
আদরে কর্ষণ করে যাবে। ঘামে সিক্ত
মানুষেরে ভালোবেসে জননীর মতো
সুখেদুখে রহো তুমি তাহাদের পাশে।
ফাঁসির দড়িকে ভয় করেনি যে পিতা,
তুমি যে তাঁর সন্তান- আমাদের মাতা।
একান্ত আপন করে এই বাঙালিরা
প্রাণ ভরে শুধু তোমাকেই ভালোবাসে।


১১/০৪/২০২০
মিরপুর, ঢাকা।