(আমার) সাধন ভজন হলো না রে, সাধনসঙ্গী বিহনে,
খুঁজে ফিরি সাধনসঙ্গী ,আমার হৃদয়ের কোণে।
রতিখেলা চরম হলে, পরম এসে উঠে দুলে,
সতী তখন চায় না যতি, থাকতে চায় না ঘর-কোণে।
পরমেশ্বর দেহের মাঝে, ব্যপ্ত রহে সকল কাজে,
রঙ্গ খেলায় ভঙ্গ দিলে, সে দরদী মরে লাজে।
মানুষ জীবন পরম পাওয়া, আর পাবে না গেলে হাওয়া,
করতে যা চাও ত্বরা করো, তোমার যতো চায় মনে।


০১/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)