বেদনার রঙহীন দেহাতি জীবন থেকে জেগে উঠে সজল-সজীব প্রানোস্পন্দনের লিলুয়াবতীর ঢেউ,
ফুলেশ্বরীর চন্দন টিপের আনন্দাশ্রু দুঃখবোধের কপোল বেয়ে ক্রমাগত গড়িয়ে যায়, দেখলো না কেউ;
আমি হবো তার রাজসাক্ষী, বেদনাহত জীবনের কথা, সুখের বারতা, অনন্তকাল যাবত এই পৃথিবীতে
ক্রমাগত চলে যাওয়া সুন্দরের পথে, দুঃখহরা বন্ধুদের সাথে, ক্লান্তিকর পদক্ষেপে, বর্ষায় এবং শীতে...